এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সিংহঝুলি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এলাকার বিভিন্ন গ্রামের রাস্তা সংস্কার ও পরিচ্ছন্ন করা হয়েছে। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) সকালে দলটির নেতা-কর্মীরা যশোর-চৌগাছা সড়কের দুই ধারের আগাছা পরিস্কার করেন। প্রায় ১শ জন জামায়াত কর্মীসহ স্থানীয় বাসিন্দারা দা, কাচি, কোদাল ইত্যাদি দিয়ে আগাছা ও মাটি কেটে রাস্তার দুই ধার পরিষ্কার করেন।
স্বেচ্ছাসেবক নাকবি খান জানান, ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার দুই ধার আগাছায় ভরে গেছে। অনেক স্থানে রাস্তায় বড় বড় গর্তেরসৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই চলাচল ব্যাপক কঠিন হয়ে পড়ে। আর এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়স্কৃল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী ও এলাকার মানুষ।
এজন্য জামায়াতের উদ্যোগে সড়কের ধারের আগাছা পরিস্কার ও সংস্কার করছেন তারা।সিংহঝুলি ইউনিয়ন জামায়াতের সভাপতি জহুরুল ইসলাম ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী রহিদুল ইসলাম খান বলেন, রাস্তার দুই ধারে আগাছায় ভরে গেছে। যে কারনে এই এলাকায় প্রায়ই সড়ক দূর্ঘটনা ঘটে। এজন্য স্থানীয়দের সাথে নিয়ে প্রায় ৪ কিলোমিটার রাস্তার দুই ধারের আগাছা পরিস্কার করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
এছাড়া এবছরের অতিবৃষ্টির পানিতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্থ সড়কে ইট খোয়া দিয়ে সংস্কার কাজ করা হয়েছে। এ সংস্কার কাজে উপস্থিত ছিলেন জামায়াত নেতা রহিদুল ইসলাম খান, জহুরুল ইসলাম, হাফিজুর রহমান, সোহেল রানা জিকো, তুষার, হাদিউজ্জাান দফাদার, আবু বকর সিদ্দিক, সাবের আলী, টনি রাজ, নাকিব খান প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:১৯