এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দিন ব্যাপী উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর দাখিল মাদ্রাসায় এ মেডিকেল করা হয়। জুলাই শহীদ জাবির আলামিন স্মৃতি সংসদ ও আদ্ব-দীন ছকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি তায় এবং বিশ্বখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মসলেহ উদ্দিন ফরিদের সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাম্পে রোগী দেখা হয়।
এতে সভাপতিত্ব করেন মাস্টার কবির হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ চৌগাছা- ঝিকরগাছা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। জুলাই স্মৃতিসংসদের সহ-সভাপতি ও চৌগাছা পৌর সভার সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাসাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, আদ-দ্বীন ছকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: ইমদাদুল হক, পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, সিংহঝুলী আলিম মাদ্রাসার অধ্যাপক মাও নুরুজ্জামান,বিশিষ্ট সমাজসেবক মাও গিয়াস উদ্দিন আদ্ব-দীন চক্ষু প্রকল্পের পরিচালক রবিউল হক, আদ্ব-দীন হাসপাতাল রেলরোড শাখার ব্যাবস্থাপক মুজাহিদুল ইসলাম, মাদ্রাসাটির সুপার মাও গোলাম মোরতোজা, শাহ আলম, সাবেক চেয়ারম্যান মাও আব্দুল কাদের সাংবাদিক আজিজুর রহমান ও তরিকুল ইসলাম তারেক প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সুধীমন্ডলী ও সেবা প্রত্যাশী সর্বসাধারণ গণ।
কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪৪