আশুলিয়ায় নির্যাতনের পরে কাজী অফিসে নিয়ে জোরপূর্বক তালাক
Reporter Name
Update Time :
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
১৬
Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ৩ দিন ধরে একটি ফ্লাটে আটকে রেখে শারীরিক নির্যাতনের পরে কাজী অফিসে নিয়ে জোরপূর্বক তালাক দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এসময় কাজী অফিসে ১২ লাখ টাকার কাবিন ৫০ হাজার টাকা দিয়ে জোরপূর্বক তালাকনামায় টিপ সই নিয়ে ভয়ভীতি দেখানো হয়ছে বলে এমন অভিযোগ ভুক্তভোগীর। পরে কোন উপায় না পেয়ে ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী তাহমিনা বেগম বলেন, আমি আশুলিয়ার সোনামিয়া মার্কেট এলাকায় একটি স্কুলে দপ্তরী পদে চাকরি করি। ৩ বছর আগে সম্রাট নামে এক ছেলের সাথে আমার বিয়ে হয়। এর ১ বছর যেতে না যেতেই, সে অন্য এক মেয়ের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এরপর থেকে সে আমার ওপর অমানুষিক নির্যাতন করতে থাকে এবং ওই মেয়েকে বিয়েও করে। পরে আমাকে একটি ফ্লাটের রুমে ৩ দিন ধরে আটকে রাখে। আমাকে ২ই আগষ্ট রাত ১টার দিকে রাজাবাদশা মোড় ইব্রাহীমের কাজী অফিসে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টিপ সই নিয়ে তালাক দেয়। আমার ১২ লাখ টাকা কাবিন ৫০ হাজার টাকায় ধার্য করে। ধার্যকৃত ৫০ হাজার টাকা থেকে অল্পকিছু টাকা দেয়। পরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবী জানাই।
আরিফা বেগম নামের এক স্থানীয় জানায়, ওই মহিলাকে ফ্লাটে আটকে রেখে, মারধর করে এবং রাতের আধারে ইব্রাহীম কাজীর কাছে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তালাকের কাগজে টিপ সই নেয়। তালাক দিছে ভালো কথা, তার কাবিনের ১২ লাখ টাকার ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেও দেইনি, এটা কোন নিয়মে আছে আমার বোধগম্য নয়। এছাড়াও ওই কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।পরে এবিষয়ে কাজী ইব্রাহীমের সাথে কথা বলতে চাইলে সে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হয়নি। এরপরে অভিযুক্ত সাবেক স্বামী সম্রাটের সঙ্গে ০১৭৩৭-৮৭৭৭৮৭ এই নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে আশুলিয়া থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) নাজমুল হাসান বলেন, ওই মহিলার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওদেরকে নিয়ে বসেছিলাম। পরে তারা মিটমাট হয়েছে বলে আমাকে ওই নারী ফোনে জানায়। এরপরও যদি বলে সে নির্যাতিতা, বিচার পাইলাম না। তারপরও আমি তাকে বলেছিলাম কোর্টে একটি যৌতুকের মামলা করতে, তাহলে কাবিনের ১২ লাখ টাকাই সে পাবে।