মাটিরাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
৩৬
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে দিনব্যাপি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আর্থিক সহায়তায় দিন ব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন সংত্রুান্ত উপজেলা সমন্বয় কমিটির কো-অর্ডিনেশন সভায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
এসময় মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) একাডেমিক সুপার ভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ,মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা.এম এম ইমতিয়াজ চৌধুরী,সিভিল সার্জন কার্যালয়ের ডা.অর্পন চাকমা,মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত অংহ্লা মারমা, মাটিরাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্ল্যাহ,মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাভনী চাকমা,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা ইসলামী ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার মো.আব্দুল হালিম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল হাসেম আলুটিলা হৃদয় মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার উপস্থিত ছিলেন।
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মিডিয়া প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন দত্ত জানান টাইফয়েড একটি পানি ও খাদ্য বাহিত রোগ যা প্রতিরোধযোগ্য। আগামী ১২/১০/২০২৫ইং হইতে টিকাদান কার্যক্রমে মাটিরাঙ্গা উপজেলায় প্রায় ৩৮ হাজার টাইফয়েড এর টিকা প্রদান করা হবে। স্কুল পর্যায়ে ১০দিন মোট প্রায় ২৮ হাজার শিক্ষার্থীদের এবং কমিউনিটি পর্যায়ে প্রায় ১০ হাজার টিকা ৮দিন পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা টাইফয়েড রোগ প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইনের মাধ্যমে সঠিক ভাবে টাইফয়েড টিকা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।