খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : কেক কেটে, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ৯টায় শরীয়তপুর কনভেনশন সেন্টারে কেক কেটে দিবসের সূচনা করা হয়। বেলা সাড়ে ১১টায় জেলা শহরের চৌরঙ্গীর মোড় হতে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ।
এসময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি কর্ণেল এসএম ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক মিন্টু সওদাগর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার খান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, মোফাজ্জল ফকির, সাবেক ছাত্রদল নেত্রী শামিমা আক্তা সাথী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বিদ্যুৎ প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শরীয়তপুর জেলা বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। শরীয়তপুর জেলা বিএনপি সব সময় জনগণের সাথে থেকেছে এবং আগামী দিনেও থাকবে।
কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/বিকাল ৩:৩১