মনিরুল ইসলাম মনি,শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক শাহরিয়ার হোসেন ইমন ২২। সে শার্শার সম্বন্ধকাঠী গ্রামের বজলুর রহমানের ছেলে। শার্শা থানার এস আই হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দুপুরে নাভারন সাতক্ষীরা মোড়) থেকে ২শ ৫০ গ্রাম গাজাসহ তাকে আটক করে। শার্শা থানা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি বড় মাদকের চালনা নিয়ে এক মাদক ব্যবসায়ী নাভারন সাতক্ষীরা মোড়ে অবস্থান করছে। এমর সংবাদে এস আই হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ইমন নামে এক যুবককে সন্দেহ ভাবে আটক করে।
এ সময় তার দেহ তল্লাসী করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে শার্শা থানায় আটক ইমনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) তদন্ত খন্দকার শাহ আলম জানান, ইমন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তিনি বলেন বৃহস্পতিবার আটক মাদক ব্যবসায়ী ইমনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/রাত ১০:০৩