সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি :”এসো স্মৃতির প্রাঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে” এ প্রতিপ্যাদে নওগাঁ মেডিকেল কলেজের ৭ম বর্ষ পালিত হয়েছে। বুধবার সকালে নওগাঁ মেডিকেল কলেজের আয়োজনে কলেজ চত্বরে ফেস্টুন উড়িয়ে ৭ম বর্ষের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।পরে সেখানে থেকে একটি বর্নাঢ্য রালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড়া: মো: মুক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ভিসি অধ্যাপক ডা: মোহা: জাওয়াদুল হক।এসময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডীন ফ্যাকাল্টি অব মেডিসিন অধ্যাপক ডা: খন্দকার মো: ফায়সাল আলম, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: জাহিদ নজরুল চৌধুরী, নওগাঁ পুলিশ সুপার মো: সামিউল সারোয়ার বিপিএম, সিভিল সার্জন ডাঃ মো: আমিনুল ইসলাম, নওগাঁ বিএমএ সভাপতি ডা: মো: ইসকেন্দার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।