জয়পুরহাট : বিলম্বে ৭ম শ্রেণির ক্লাসে যাওয়ার সময় ৯ম শ্রেনির মানবিক শাখার ছাত্রদেরকে কোনো কারণ ছাড়াই বেধরক মারধর করেছেন কালাই ময়েন উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জি নাফসি তালুকদার।সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের ৩৩জন ছাত্রকে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
প্রশাসন এখন সেই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে তাকে কারণ দর্শাতে বলা হয়।ঘটনাটি জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের। বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষক এম এ জি নাফসি তালুকদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/সকাল ৯:৩৪