এ উপলক্ষে ২০ আগস্ট বুধবার বিকেলে পাঁচবিবি গো হাটা ময়দান থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলীমের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বোর্ডঘর, হরেন্দা বাজার ও শালাইপুর বাজারে যান এবং আনন্দ মিছিল, লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে বিভিন্ন দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের সাথে গণসংযোগ করেন এবং দোয়া চান।
সর্ব শেষে রাত ৮টায় শালাইপুর বাজারে লিফলেট বিতরণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। কুসুম্বা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম।
জেলা ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলাম বুলেট এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল,আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন ও জেলা ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলীমের নেতৃত্বে এ বিশাল শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে ১০০০ এর অধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১১:৩০