ডেস্ক নিউজ : ইলেকট্রনিক স্পোর্টস বা ই-স্পোর্টস এখন বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করছে। গত বছর সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছিল ই-ফুটবল বিশ্বকাপ। যেখানে শুরুতে শুধুমাত্র কনসোল প্ল্যাটফর্মে খেলা হতো, এবার মোবাইল দিয়েও অংশ নেওয়া যাবে।
ফিফা বিশ্বকাপের মতোই এই টুর্নামেন্টে খেলোয়াড়রা তাদের দেশকে প্রতিনিধিত্ব করেন। চলতি বছরের শেষে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ই-ফুটবল বিশ্বকাপে এবার প্রথমবারের মতো অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
রবিবার (২৪ আগস্ট) বাফুফের কনফারেন্স রুমে ‘বিএফএফ ই-গেমস ন্যাশনাল কোয়ালিফায়ারস রোড টু রিয়াদ-২০২৫’ শিরোনামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ থেকে তিনটি গেমে অংশ নেওয়ার সুযোগ থাকবে ই-ফুটবল কনসোল, ই-ফুটবল মোবাইল এবং রকেট লিগ।
এই ন্যাশনাল কোয়ালিফায়ারসের বিজয়ী খেলোয়াড় বা দল প্রতিনিধিত্ব করবে এশিয়া-ইস্ট ও ওশানিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ারে। সেখানে ই-ফুটবল কনসোলে ৩টি দল ও মোবাইলে ৪ জন খেলোয়াড় রিয়াদে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলবে। রকেট লিগের কোয়ালিফিকেশনের তথ্য পরবর্তীতে জানানো হবে।
বাংলাদেশের জাতীয় সিলেকশন ইভেন্ট ‘বিএফএফ ই-গেমস ন্যাশনাল কোয়ালিফায়ারস’ এর কনসোল সেগমেন্টে রেজিস্ট্রেশন চলবে ২৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত। মোবাইল গেমের ফাইনাল রাউন্ড হবে ২০ সেপ্টেম্বর। রকেট লিগ সেগমেন্টের রেজিস্ট্রেশন চলবে ২৫ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর এবং কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে। সব খেলা হবে অফলাইনে (LAN), ভেন্যু সংক্রান্ত তথ্য পরে জানানো হবে।
ফিফার সহযোগিতায় আয়োজিত ই-ফুটবল প্রতিযোগিতার প্রথম ধাপ ‘চ্যালেঞ্জার সিরিজ’ ইতিমধ্যে শুরু হয়েছে। এরপর জাতীয় পর্যায়ে মনোনয়ন হবে, যেখানে বাফুফে কনসোল বিভাগে ২ জন ও মোবাইল বিভাগে ১ জন মনোনীত করবে। কনসোল বিভাগের আঞ্চলিক বাছাই ১৭ থেকে ২৮ সেপ্টেম্বর এবং মোবাইল বিভাগের বাছাই ২ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আঞ্চলিক বাছাইয়ে রয়েছে পূর্ব এশিয়া ও ওশানিয়া অঞ্চলে। এই অঞ্চলের মাধ্যমে কনসোলে ৩টি দল এবং মোবাইল বিভাগ থেকে ৪টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। মোট ছয়টি অঞ্চল থেকে দুই বিভাগে ১১টি দল ফাইনালে অংশগ্রহণ করবে।
কিউএনবি/অনিমা/২৪ আগস্ট ২০২৫/রাত ১০:০২