স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের বাজে সময় চলছে। তবে সেটা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের জয়ের পথ আগলে দাঁড়াচ্ছিল না। এবার দাঁড়াল। নিজেদের মাঠে গায়ানা অ্যামাজন ওয়ারিওয়র্সের সামনে মুখ থুবড়ে পড়ল দলটা। বলা ভালো ৪৬ বছরের ইমরান তাহিরের সামনেই মুখ থুবড়ে পড়েছেন সাকিবরা। ২১ রানে নিয়েছেন ৫ উইকেট, যা আবার তার ক্যারিয়ারসেরা বোলিংও বটে। আর তাতেই ২১২ রান তাড়া করতে নামা অ্যান্টিগা অলআউট হয়ে গেছে ১২৮ রান তুলে, ম্যাচ হেরেছে ৮৩ রানের বিশাল ব্যবধানে।
তবে এরপরই ইমরান তাহির আসেন দৃশ্যপটে। তাতেই ১৫.২ ওভার খেলে ১২৮ রান তুলে অলআউট হয় সাকিবের দল। ম্যাচ হারে ৮৩ রানে। এর আগে ব্যাট করতে নেমে গায়ানা শুরু থেকেই ছিল রুদ্ররূপে। শেই হোপের ৫৪ বলে ৮২, শিমরন হেটমায়ারের ২৬ বলে ৬৫ আর রোমারিও শেফার্ডের ৮ বলে ২৫ রানের ইনিংসে ভর করে দলটা দাঁড় করায় ২১১ রানের পাহাড়। অ্যান্টিগাকে সবশেষ ম্যাচে জিতিয়েছিলেন শামার স্প্রিঙ্গার।
তবে আজ তিনি ছিলেন বড্ড ম্লান, ৪ ওভারে রান দিয়েছেন ৬১। অ্যান্টিগার হয়ে এক ম্যাচে এত বেশি রান দেওয়ার রেকর্ড নেই আর কারও। তবে সাকিবের ওপর অবশ্য খুব বেশি ঝড় যায়নি। ২ ওভার বল করেছেন, রান দিয়েছেন ১৬টি। তাতে অবশ্য দলের কোনো লাভ হয়নি, দল শেষমেশ হেরেছে ৮৩ রানে। এই আসরে এ নিয়ে দ্বিতীয় ম্যাচে হারল সাকিবের দল। ৫ ম্যাচে তারা জিতেছেও দুই ম্যাচেই, অন্য ম্যাচটি টস হওয়ার আগেই ভেসে গেছে বৃষ্টিতে।
কিউএনবি/আয়শা/২৩ আগস্ট ২০২৫/দুপুর ২:০০