শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় এশিয়ান আর্সেনিক নেটওয়ার্ক কতৃক ধান চাষীদের টেশসই জীবিকা উন্নয়নের জন্য জলবায়ু- স্মাট সেচ প্রযুক্তি ( এ ডাব্লু ডি) সম্প্রসারণ প্রকল্প বাংলাদেশ দক্ষিন-পশ্চিম অংশে উপজেলা পর্যায়ে ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় শার্শা উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান।
এ সময় উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, সমবায় অফিসার আব্দুর রাশেদ, সমাজসেরা অফিসার তৌহিদুল ইসলাম, যুবউন্নয়ন অফিসার গোলাম ফারুক, এশিয়ান আর্সেনিক নেটওয়ার্কের রিসার্জ ও মনিটরিং অফিসার মোঃ সাদ আহম্মেদ, ট্রেকনিক্যাল ইন্সপেক্টর তরিকুল ইসলাম, শার্শা উপজেলা কো-অডিনেটর মশিউর রহমান, ইউনিয়ন অর্গানাইজার মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষক বৃন্দ।
অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান আগামী বোরা মৌসুমে শার্শা উপজেলায় সর্বত্র এশিয়ান আর্সেনিক নেটওয়ার্ক কতৃক ধান চাষীদের টেশসই জীবিকা উন্নয়নের জন্য জলবায়ু- স্মাট সেচ প্রযুক্তি সুবিধা পাওয়ার ব্যাপারে কতৃপক্ষকে কৃসকদের সুবিধার জন্য আরও দায়িত্বশীল ভুমিকা পালনের আহবান জানান। এ ছাড়া উক্ত সভায শার্শা উপজেলার বিভিন্ন এলাকার আর্সেনিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন।
কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/বিকাল ৫:২০