মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকের গোয়ালঘরের দেয়াল ভেঙে গরু চুরি হয়েছে। শুক্রবার দিবাগত গভীররাতে দৌলতপুর থানার পাশর্^বতী চকদৌলতপুর গ্রামের কৃষক হাসান আলী (২৭) এর বাড়ি থেকে গরু চুরির এ ঘটনা ঘটে।
কৃষক হাসান আলী ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে গোয়ালঘরে গরু দেখে কৃষক হাসান আলী ঘুমিয়ে পড়েন। পরে গতকাল শনিবার সকালে জেগে দেখেন গোয়ালঘরে তার অতিযত্নে পালনকরা গরুটি আর নেই এবং গোয়ালঘরের দেওয়াল ভাঙা। সংগবদ্ধ চোরেরা গোয়ালঘরের দেওয়াল ভেঙে গরটি চুরি করে নিয়ে যায়, যার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। গরু চুরির বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, গরু চুরির বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/রাত ১০:৪৩