মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : মঙ্গল প্রদীপ জালিয়ে জয়পুরহাটে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের শুভ সুচনা হরা হয়েছে।শ্রীকৃষ্ণের শুভদিন উপলক্ষে শনিবার বেলা ১১টায় স্থানীয় শিব মন্দিরে এ মঙ্গল প্রদীপ জালানো হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের আয়োজনে মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ হৃষিকেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ফয়সল আলীম ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন তালুকদার। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ সমাজে ন্যায়, সত্য ও শান্তি প্রষ্ঠিার শিক্ষা দেয়।
জন্মাষ্টমী শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি নৈতিক মূল্যবোধ গঠনের একটি অনন্য উৎসব।আলোচনা শেষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে স্থানীয় বারোয়ারী মন্দিরে এসে শেষ হয়।
কিউএনবি/অনিমা/১৬ আগস্ট ২০২৫/বিকাল ৪:৪৭