এম এ রহিম চৌগাছা (যশোর) : জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হলে তাদের ব্যক্তিগত সম্পদ বাড়েনা। বরং তাদের স¤পদ কমে যায়। সে সাথে দেশে দূর্নীতি ও কমে আসবে অনেক অংশে। জামায়াত সরকার গঠন করলে দেশের সকল মনুষের অধিকার সমান হবে। জামায়াতের একজন কর্মী যে সুযোগ-সুবিধা পাবেন অন্য দলের এবং ভিন্ন ধর্মাবলম্বীরাও একই সুবিধা ভোগ করবেন বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
বৃহস্পতিবার ১৪ আগষ্ট বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃায় তিনি এসব কথা বলেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্ব আসলে পাঁচ বছরেই দেশ বদলে যাবে, ইনশাআল্লাহ। শহীদদের রক্তের সাথে কেউ বেইমানী করলে জাতী তাদের ক্ষমা করবেনা। তিনি আরও বলেন, আমরা একটা প্রতিহিংসা মুক্ত সমাজ দেখতে চাই। দেশের বিদ্যমান স¤পদই বাংলাদেশকে বদলানোর জন্য যথেষ্ট। আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরিয়ে আনতে হবে।
আকাশ অপসংস্কৃতির কারণে আমাদের পরিবারের কাঠামো প্রায় এলোমেলো হয়ে গেছে। দেশের শিক্ষা কারিকুলাম ও মডিউল যদি নৈতিকতার ভিত্তিতে তৈরি হয়, তাহলে শিক্ষা পূর্ণতা পাবে। ভিক্ষুক থেকে শুরু করে সর্বোচ্চ ধনী ব্যক্তি পর্যন্তসবাই ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা উন্নয়নমূলক কাজে সরকার ব্যয় করে। তাদের দান-অনুদানে উচ্চ শিক্ষিত হয়ে আজ আমরা যারা এই জায়গায় এসেছি- আমরা সকলেই জাতির কাছে দায়বদ্ধ।
সরকারি প্রতিষ্ঠানের প্রতিটি ইট,বালি, পাথরের সাথে এদেশের আঠারো কোটি মানুষের ঘাম জড়িত। এটা যদি শিক্ষিতদের মগজে প্রতিষ্ঠা করা যেতো, তাহলে ঘুষ নেওয়ার সময় তাদের হাত-পা থর থর করে কাঁপতো। এই নৈতিক দায়বদ্ধতা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় যুক্ত করা যায় তাহলে আমাদের শিক্ষিত সমাজ জাতির সম্পদে পরিণত হবে।
সম্মেলনে পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা. গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা. নুরুল ইসলাম,সাবেক প্যানেল মেয়র পৌরসভার মেয়র প্রার্থী মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস।
মাওলানা. রিজাউল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক. নুরুজ্জামান আল মামুন, পৌর জামায়াতের সেক্রেটারি ডাক্তার জিল্লুর রহমান প্রমুখ। এ কর্মী সম্মেলনে পৌর জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৪ আগস্ট ২০২৫/রাত ১০:৫৩