শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় পরকিয়ার টানে প্রবাশীর স্ত্রী দুই সন্তান ও সংসার ফেলে প্রতিবেশি এক যুবককে নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শার্শার আমতলা গাতিপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সূত্রে জানাগেছে, শার্শার আমতলা গাতিপাড়া গ্রামের বিদেশ প্রবাশী মামুন বিশ্বাস দীর্ঘ দিন ধরে প্রবাশে থাকে। তাদের ১১ বছরের একটি মেয়ে ও ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এ অবস্থায় সংসার ও সন্তানদের ফেলে প্রতিবেশি মৃত মিজানুর রহমানের ছেলে সামাজুল ইসলাম(৩৭)এর হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়েছে ঐ স্ত্রী।
উল্লেখ্য গত ২ মে সামাজুলকে গভীর রাতে প্রবাশীর স্ত্রীর ঘরে আটকিয়ে গ্রামবাসী বেদম ভাবে মারপিট কে হাত পা ভেঙ্গে দেয়। এ সময় সামাজেুলের ভাই নজরুল ইসলাম নজু ককটেল ফুটিয়ে ও হামলা করে তার ছোট ভাই সামাজুলকে উদ্ধার করে। এ ঘটনার ৪ মাস পর সামাজুল তার পরকিয়া প্রেমের টানে প্রবাশীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলেন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান এ বিষয়ে তার কিছু জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত কওে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৪৪