আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১০ আগস্ট) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়। শুক্রবার আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা নিয়ে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে।
এই বৈঠককে নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং ইউরোপীয় কমিশনের নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেন। শনিবার রাতে প্রকাশিত তাদের বিবৃতিতে ইউরোপীয় নেতারা জোর দিয়ে বলেছেন যে, আন্তর্জাতিক সীমানা জোর করে পরিবর্তন করা উচিত নয়।
এতে বলা হয়, ইউক্রেনের নিজস্ব ভাগ্য নির্ধারণের স্বাধীনতা রয়েছে। এছাড়া তারা জোর দিয়ে বলেছে যে তাদের দেশগুলো ইউক্রেনকে কূটনৈতিক, সামরিক এবং আর্থিকভাবে সমর্থন অব্যাহত রাখবে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে ইচ্ছুক, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকবেন, তবে আপাতত এটি ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলন হিসেবেই হতে পারে।
এদিকে, জেলেনস্কি বলেছেন, কিয়েভ ছাড়া যেকোনো চুক্তি মৃত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। ট্রাম্প এর আগে পরামর্শ দিয়েছিলেন যে তিনি কেবল পুতিনের সাথে সাক্ষাত করেই শুরু করতে পারেন, সাংবাদিকদের বলেছিলেন তিনি রাশিয়া দিয়ে শুরু করার পরিকল্পনা করেছেন। তবে তিনি বিশ্বাস করেন যে পুতিন এবং জেলেনস্কি উভয়ের সাথেই একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের সুযোগ আছে।
তবে পুতিন এতে রাজি হবেন কিনা তা স্পষ্ট নয় – তিনি সরাসরি আলোচনার বেশ কয়েকটি সুযোগ প্রত্যাখ্যান করেছেন এবং তিন বছরেরও বেশি সময় আগে পুতিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে দুই নেতা মুখোমুখি দেখা করেননি।
কিউএনবি/আয়শা/১০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৫৫