নিউজ ডেক্সঃ সীমান্ত এলাকা থেকে প্রোপাগান্ডা বিরোধী লাউডস্পিকার সরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। শনিবার (৯ আগস্ট) এ তথ্য জানায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এর আগে গত সপ্তাহে সীমান্ত থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর: রয়টার্স।
পিয়ংইয়ং এর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ায় ডানপন্থী সরকারের পরিবর্তে উদারপন্থী সরকার গঠিত হওয়ার পরই উত্তর কোরিয়ার শাসনের সমালোচনা বন্ধ ঘোষণা করেন লি সরকার। গত সোমবার থেকে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ উত্তর কোরিয়া বিরোধী লাইডস্পিকার সরিয়ে নেয়া শুরু করেছে। কারণ লি সরকার দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার সঙ্গে চলা উত্তেজনা নিরসনে বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরপরেই উত্তর কোরিয়াকে লাউড স্পিকার সরাতে দেখেছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। যদিও উত্তর কোরিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। একটি যুদ্ধবিরতির মাধ্যমে ১৯৫০-৫৩ সালে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের সমাপ্তি ঘটে। তারপরও দেশ দুটি আনুষ্ঠানিকভাবে এখনো যুদ্ধাবস্থায় রয়েছে এবং গত কয়েক বছরে তাদের সম্পর্ক আরো খারাপ অবস্থায় পৌঁছেছে।