নিউজ ডেক্মঃ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও দুজনকে হত্যা মামলার অভিযোগ আমলে নিয়ে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ ছাড়া পরবর্তী শুনানির জন্য ১৭ আগস্ট দিন ধার্য করা হয়। রোববার (১০ আগস্ট) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
আসামিরা হলেন—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
গত ৩১ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এর আগে ট্রাইব্যুনাল দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছিল। গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। সেদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
পুলিশও তখন তার পেছন পেছন ভবনে উঠে যায়। একপর্যায়ে জীবন রক্ষার জন্য ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে পড়েন আমির হোসেন। কিন্তু পুলিশ তাকে দেখে ফেলে এবং এক সদস্য তার দিকে ছয় রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি তিনতলায় পড়ে যান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে উদ্ধার করে প্রথমে বনশ্রীর একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে শেষ পর্যন্ত তিনি বাড়ি ফিরে যেতে সক্ষম হন।
উল্লেখ্য, আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো অভিযুক্ত সাবেক এএসআই চঞ্চল সরকারকে গত ২৬ জানুয়ারি রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১০ আগষ্ট ২০২৫/বিকালঃ ০২.৫২