নিউজ ডেক্সঃ ইসরায়েলের গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়ে রোববার (১০ আগস্ট) বৈঠকে বসছে আরব লীগ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর শাফাক নিউজের।
আরব লীগের ফিলিস্তিনি দূত মুহান্নাদ আল-আকলুক জানিয়েছেন, ফিলিস্তিনের অনুরোধ ও সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনে কায়রোতে আরব লীগের সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে গাজা দখলের ইসরায়েলি সিদ্ধান্ত মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। তিনি সতর্ক করে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যাপক গণ-উচ্ছেদ ও মানবিক সংকট আরও তীব্র হবে।
নিউইয়র্কে রাশিয়ার জাতিসংঘের উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি জানান, নিরাপত্তা পরিষদের গাজাবিষয়ক জরুরি বৈঠক শুক্রবার হওয়ার কথা থাকলেও প্যানামা, যা বর্তমানে পরিষদের সভাপতির দায়িত্বে আছে; তা পিছিয়ে রোববার সকালে নেয়। তিনি এই বিলম্বকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন।
বৈঠকগুলো ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদিত ‘ধাপে ধাপে’ গাজা দখল পরিকল্পনার প্রেক্ষাপটে আহ্বান করা হয়েছে। পরিকল্পনার প্রথম ধাপে গাজা সিটি দখল, প্রায় এক মিলিয়ন বাসিন্দাকে দক্ষিণে সরিয়ে নেওয়া, শহর ঘেরাও এবং আবাসিক এলাকায় প্রবেশ অন্তর্ভুক্ত। দ্বিতীয় ধাপে কেন্দ্রীয় গাজার শরণার্থী শিবিরগুলো নিয়ন্ত্রণে নেওয়ার কথা রয়েছে, যেগুলোর অনেকটাই ইতোমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১০ আগষ্ট ২০২৫/দুপুরঃ ০১.০০