স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুলাওয়েতে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১২৫ রানে থামিয়ে রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ভর করে সফরকারীরা ৩ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৪৭৬ রানের বিশাল লিড নিয়ে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় তারা। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানেই সাঙ্গ হয় স্বাগতিকদের প্রতিরোধ।
টেস্ট অভিষেকে মাঠে নেমেই জিম্বাবুয়েকে দুঃস্বপ্ন দেখা জাকারি ফোকস, ৩৭ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। এটাই এখন নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের কীর্তি। এই জয় নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ইনিংস ব্যবধানের জয়, আর টেস্ট ইতিহাসে তৃতীয় বৃহত্তম। তালিকার শীর্ষে আছে ইংল্যান্ডের ১৯৩৮ সালে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৫৭৯ রানে হারানো, দ্বিতীয় স্থানে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংস ও ৩৬০ রানের জয়।
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া কিউই পেসার ম্যাট হেনরি পুরো সিরিজ জুড়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন। আগুনে বোলিংয়ে তিনি ১৬ উইকেট নিয়েছেন মাত্র ৯.১২ গড়ে। অসাধারণ পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরা। আর ১৫৩ রানের অনবদ্য ইনিংস খেলা কনওয়ের ঝুলিতে গেছে ম্যাচসেরার পুরস্কার।
এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড।
কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৮:০৬