আর্ন্তজাতিক নিউজঃ আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৫ আগস্ট এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (৮ আগস্ট) ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প এই বৈঠককে ‘দীর্ঘ প্রতীক্ষিত সাক্ষাৎ’ হিসেবে উল্লেখ করেন এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান।
রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তির খবরে বলা হয়, রাশিয়ার এক প্রতিনিধি জানিয়েছেন—আলাস্কায় মস্কো ও ওয়াশিংটনের অর্থনৈতিক স্বার্থবং বড় ধরনের প্রকল্পের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে বৈঠক রাশিয়াতেও হতে পারে, কারণ পুতিন ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
তবে আলাস্কা সম্মেলনের কোনো আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনও প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের এ অঙ্গরাজ্যটি বেয়ারিং প্রণালীর ওপারে রাশিয়ার সীমানার কাছাকাছি অবস্থিত এবং ১৮৬৭ সালে রুশ সাম্রাজ্য থেকে যুক্তরাষ্ট্র কিনে নেয় এবং এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
এর আগে ক্রেমলিনে পুতিন ট্রাম্পের বিশেষ দূত স্টিফেন উইটকফকে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকে আমন্ত্রণ জানান। আলোচনায় ইউক্রেন পরিস্থিতি ও দুই দেশের কৌশলগত সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৯ আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.৪৪