ডেস্ক নিউজ : জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন যারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে কারাবরণ করেছেন, তাদের তালিকা করে সেটি জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার (৬ আগস্ট) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘জুলাই করাবন্দিদের স্মৃতিচারণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। আসিফ নজরুল বলেন, ‘অন্তবর্তী সরকারের সময়সীমার মধ্যে আমরা জুলাই কারাবন্দিদের জন্য দুটি কাজ করব। প্রথমত তাদের তালিকা তৈরি করা ও কারাবিধি সংস্কারের কাজ করা। আমরা হয়তো কারাবিধি সংস্কার ইমপ্লিমেন্ট করতে পারব না, কিন্তু সংস্কারের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে যাবো।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অভ্যুত্থানের শক্তিদের মধ্যে নানা মিথ্যা তথ্য দিয়ে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু একে অপরের সঙ্গে ঝগড়া, বিভাজন কিংবা বিভেদ তৈরির জন্য আমরা গণঅভ্যুত্থান করিনি।’আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা একসঙ্গে দাঁড়িয়েছি। মানুষের ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক আদর্শের পরিচয় সেখানে বাঁধা হয়ে দাঁড়ায়নি। আমরা নিজেদের মানুষ হিসেবে বিবেচনা করে একে অপরের পাশে দাঁড়িয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু গণঅভ্যুত্থানের পূর্বে অভ্যুত্থানের শক্তির মধ্যে শ্রদ্ধার সম্পর্ক ছিল।’
আইন উপদেষ্টা আরও বলেন, ‘জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। আমাদের প্রধান দায়িত্ব হলো, যারা জুলাইয়ে শহীদ হয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, তাদেরকে যেন আমরা ভুলে না যাই।’অনুষ্ঠানে আর ও বক্তব্য দেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর।
কিউএনবি/আয়শা/৬ আগস্ট ২০২৫/রাত ৯:২২