ডেস্ক নিউজ : বুধবার (৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালি-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন তিনি। ফখরুল বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হতে চলেছে রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আসুন আমরা শপথ করি, সত্যিকার অর্থে আমরা একটা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব। সাম্য ও মানবিক মূল্যবোধ এবং মর্যাদার একটি দেশ গড়ব। বিশ্বদরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াব।’
তিনি বলেন, ‘বিগত পনেরো বছরে লড়াই-সংগ্রাম করতে গিয়ে আমাদের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাই। আশা করি সরকার আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে।’
কিউএনবি/আয়শা/৬ আগস্ট ২০২৫/রাত ৯:২২