ডেস্ক নিউজ : ২০২৫-২৬ অর্থ-বছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থ-বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। গত বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ডলার।
আজ রবিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একক মাস হিসেবে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গত মাসে। এর আগে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থ-বছরের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার। বিষেশায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ৯৭ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১১ লাখ ৩০ হাজার ডলার দেশে এসেছে।
কিউএনবি/অনিমা/৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৬