আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে আগ্রহী ছিল যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেদ্র মোদির মার্কিন সফরের সময় ট্রাম্প নিজে সেই প্রস্তাব দিয়েছিলেন। তবে এবার ভারত জানিয়ে দিল, তারা এই বিমান কিনতে আদৌ আগ্রহী নয়।
এরই মাঝে এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা হিমঘরে পাঠাচ্ছে ভারত। ভারত নাকি যুক্তরাষ্ট্রকে জানিয়েও দিয়েছে যে, তারা আর এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়।
গত ১৪ জুন রাতে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমানটি। প্রাথমিকভাবে জানা যায়, জ্বালানি কম থাকায় বিমানটি তিরুবন্তপুরম বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।
পরে এক প্রতিবেদনে দাবি করা হয়, বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। তবে বিমানটি তিরুনন্তপুরমে অক্ষত অবস্থায় অবতরণ করতে পেরেছিল। যদিও এপরপর থেকে ৫ সপ্তাহেরও বেশি সময় ধরে সেটিকে সচল করা যায়নি।
এদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) ক্যালিফর্নিয়ায় বিধ্বস্ত হয় মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ ওরফে ‘রাফ রেইডার্স’-এর অন্তর্গত ছিল। তবে কীভাবে এবং কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
কিউএনবি/আয়শা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০০