ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন এবং রাজশাহী ও খুলনা বিভাগে ১০ জন করে রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২১ হাজার ১১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সদ্য বিদায়ী জুলাই মাসেই ১০ হাজার জন রোগী ভর্তি হয়েছেন। আর মারা গেছেন ৮৩ জন। মারা যাওয়াদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৬ জন নারী।
কিউএনবি/আয়শা/১ আগস্ট ২০২৫/বিকাল ৫:৪৪