বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

‘চোরাই মোটরসাইকেল গ্যারেজে রেখে বিক্রি করত তারা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২ Time View
সংগ্রীহিত ছবি..

নিউজ ডেক্সঃ  চাঁদপুরে চোরাই ছয় মোটরসাইকেল উদ্ধারসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। চক্রটি চোরাই মোটারসাইকেল গ্যারেজে রেখে বিক্রি করত বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য জানান।

আটক তিনজন হলেন—চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাচারিয়া এলাকার পশ্চিম পাঠান বাড়ির রাফসান ইসলাম নিলয় (২০), ফরিদগঞ্জ ১৫ নম্বর রূপসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারো পাইকা এলাকার মো. ইয়ামিন (২১) ও সদরের ৮ নম্বর বাগাদী ইউনিয়নের খান বাড়ি নিজগাছতলা এলাকার মান্নান খানের ছেলে আব্দুস সালাম (২৬)। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গত ৩০ জুন বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দুজন মোটরসাইকেল চোরকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে, চোরাই মোটরসাইকেল যেখানে বিক্রি করে সেই সালাম মোটরসের মালিক আব্দুস সালামকে আরও একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে আরও চারটি মোটরসাইকেলসহ মোট ছয়টি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, চক্রটি চোরাই পথে ভারত থেকে মোটরসাইকেলগুলো আব্দুস সালামের কাছে বিক্রয় করত। তারা লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এলাকা থেকে তাদের সহযোগী অজ্ঞাতনামা চোরদের মাধ্যমে চুরি করে সালামের গ্যারেজে রেখে দিত। সেখান থেকে বিক্রি করে দিত। নিলয়ের এক সহযোগী লক্ষ্মীপুরের মোটরসাইকেল চোর ইয়াসিনের থেকে চোরাই মোটরসাইকেলগুলো নিয়ে আসে। এ ঘটনায় চুরির মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এনভি/রাজ/৩১জুলাই২০২৫/দুপুরঃ ০১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit