স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের সেরা সময়টা ইউরোপে কাটানোর পর গত মৌসুমে মুলার ঘোষণা দেন বায়ার্ন ছাড়ার। তাতে ক্লাবটির সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টানলেন মুলার। যোগ দিচ্ছেন এমএলএসের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে। কানাডিয়ান ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করছেন মুলার। বায়ার্নের হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করা এই ফরোয়ার্ড বায়ার্ন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের মতে, মুলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এটাই ছিল উপযুক্ত সময়। যদিও ভবিষ্যতে মুলার অন্য কোনো ভূমিকায় ক্লাবে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। তবে আপাতত নিজের নতুন অধ্যায় শুরু করলেন মুলার। মুলারের প্রতি ইউরোপের বাইরে আরও কিছু ক্লাবের আগ্রহ ছিল। গুঞ্জন উঠেছিলো, অস্ট্রেলিয়ার এ-লিগের সিডনি এফসিও নাকি লোভনীয় প্রস্তাব দিয়েছিল তাকে।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৩