স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। আসন্ন অ্যাশেজের জন্য বিশ্রামে রাখা হয়েছে তাকে। ফলে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজেও অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। এদিকে ওয়ানডে দলে ফিরেছেন লাবুশেন ও হেড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি হেড। এবার তিনি ডাক পেয়েছেন দুই সিরিজেই।
তবে কপাল পুড়েছে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের। বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন এই ওপেনার। এছাড়াও, স্কোয়াডে জায়গা হয়নি কিছুদিন আগেই ১০০ টেস্ট খেলা অজি পেসার মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়ান নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছি আর ওয়েস্ট ইন্ডিজ সফরে ফলাফলের বাইরে দলীয় গভীরতা ও নমনীয়তা ছিল দারুণ ইতিবাচক দিক। মিচ ওয়েন ও ম্যাট কুহনেমানের অভিষেক এবং নাথান এলিসের পাঁচ ম্যাচ খেলার জন্য প্রস্তুতি ছিল উল্লেখযোগ্য।’
আগামী মাসে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ১০ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ১২ ও ১৬ আগস্ট। এরপর ১৯ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট ও অ্যাডাম জাম্পা।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/বিকাল ৩:০০