বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের.. সোনাইমুড়ীতে দোকানঘরে অগ্নিসংযোগ করে দখল চেষ্টার অভিযোগ আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি’র বিদায় সংবর্ধনা শাহবাগ অবরোধ জুলাই যোদ্ধাদের.. মাটিরাঙ্গায় অসহায় মানসিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন  পার্বত্য তিন জেলায় ‘জুলাই পুনর্জাগরণ, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব- উদযাপিত শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তাঁর অপরাধ কমবে না-নাহিদ লাশের সঙ্গে বর্বরতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে-তারেক রহমান  মাজারে ঢিল ছোঁড়ায় ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ?

বিদ্যমান আইনকে আরও কার্যকর করা উচিত: সালাউদ্দিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বিভিন্ন কমিশন গঠন ও সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করে সংবিধানকে বেশি ভারী করার পক্ষে নয় বিএনপি। বরং বিদ্যমান আইনকে আরও বেশি কার্যকর করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকত্য কমিশনের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এ সময় সালাহউদ্দিন বলেন, সবকিছু সংবিধানে আনলে জটিলতা তৈরি হবে। তখন সংবিধান সংশোধন করাও কঠিন হয়ে যাবে। বরং বিদ্যমান আইনগুলো সংস্কার করে স্বচ্ছতা আনলে তা জাতির জন্য মঙ্গল হবে।

সংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে নির্বাহী বিভাগকে দুর্বল করার কোন অর্থ নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ ব্যাহত হবে। কারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নির্বাহী বিভাগের অনেক দায়িত্ব রয়েছে। যদি নির্বাহী বিভাগের হাত-পা বেঁধে দেন তাহলে জনগণের জন্য কাজ করবে কিভাবে। জনগণের কাছে নির্বাহী বিভাগ জবাব দিতে বাধ্য। কিন্তু দুর্বল করা হলে জনগণের সঙ্গে নির্বাহী বিভাগের দূরত্ব তৈরি হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা আমরা বলেছি, আমরা স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলেছি, স্বাধীন জুডিশিয়ারি গঠনের কথা বলেছি। এগুলো বাস্তবায়ন করলে দেশে কখনো আর ফ্যাসিবাদের উৎপত্তি হবে না।

আজকের আলোচ্য বিষয়গুলো নিয়ে সালাহউদ্দিন জানান, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো সবাই একমত। তবে গঠন প্রক্রিয়া নিয়ে কিছু দ্বিমত রয়েছে। যদিও শেষ অপশন হিসেবে ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যাওয়ার সুযোগ রয়েছে। তবে রাষ্ট্রপতিকে বাদ দিয়ে।

নারী আসনের ব্যাপারে তিনি বলেন, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর কথা আমরাই বলেছি। প্রস্তাব দিয়েছি, বিদ্যামান সংরক্ষিত ৫০ আসন বহাল রেখে ৩০০ আসনে সরাসরি ৫ শতাংশ নারী প্রার্থীদের মনোনয়ন দেয়া যেতে পারে। প্রত্যেক রাজনৈতিক দলগুলো যেন সেই সুযোগ রাখে। পরে সংবিধান সংশোধন করে এটা ১০ শতাংশ করা যেতে পারে। এভাবে ধীরে ধীরে সংসদে নারী আসনের সংখ্যা বাড়ানো যেতে পারে।

ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে বলেছি, অতীতে ন্যায়পাল সংক্রান্ত আইন থাকলেও তা তেমন কার্যকর না। এবার ন্যায়পাল নিয়োগ করা ও সেক্রেটারিয়েট গঠনের কথা আমরা ৩১ দফাতেই উল্লেখ করেছি।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৫,/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit