বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

মাটিরাঙ্গায় অসহায় মানসিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ের সুবিধাবঞ্চিত এবং দরিদ্র মানসিক রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে প্রথম বা‌রের মতো  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় দিনব্যাপী ‘মানসিক স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে চিকিৎসা  সেবা ও ওষুধ বিতরন  করা হয়েছে।বুধবার (৩০ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চট্রগ্রাম মেডিকেল কলেজ এর মানসিক রোগ  বিশেষজ্ঞ ডা.পরাগ দে এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী  মানসিক স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন প্রফেসর ডা.আব্দুল মোত্তালিব, দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে,  মাটিরাঙ্গার বিভিন্ন দুর্গম জনপদ থেকে আসা শত শত রোগীর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরাও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।
মানবিক ডাক্তার খ্যাত  ডা. পরাগ দে’র সার্বিক তত্ত্বাবধানে মানসিক স্বাস্থ্য ক্যাম্পে প্রফেসর ডা. আব্দুল মোত্তালিব, প্রফেসর ডা. শফিউল হাসান, বাংলা‌দেশ মে‌ডি‌কেল ক‌লেজ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডা. শামসুল এহ্সান মাকসুদ, ডা: তা‌য়েবুর রহমান রয়েল, ডা: আ‌রিফজ্জামান, জাতীর মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট`র চিকিৎসক ডা. শহিদুল ইসলাম. ডা. মো. আইয়াজ ইব্রাহিম,  ডা. মো: আজম ইকবাল, ডা. মো: তানভীর হাসান ও ডা. পরাগ দে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।চট্রগ্রাম মেডিকেল কলেজ এর মানসিক ডাক্তার   ডা. পরাগ দে বলেন, আর্থিক সংকটের কারণে যারা প্রয়োজনীয় মানসিক রোগের চিকিৎসা করতে পারেন না সেসব সুবিধাবঞ্চিত এবং দরিদ্র মানসিক রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা। প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এ ক্যাম্পের অন্যতম উদ্দ্যেশ্য বলেও জানান ডা. পরাগ দে।
মানসিক স্বাস্থ্য পে‌য়ে উপকার ভো‌গিরা আয়োজকদের প্রতি কৃ‌তজ্ঞা প্রকাশ ক‌রেন। গুইমারা থে‌কে সেবা নি‌তে আসা মীর বাবলু সং‌শ্লিষ্ট‌দের প্রতি কৃতজ্ঞতা জা‌নি‌য়ে বলেন, বড় পরিসরে এমন উদ্যোগ মা‌টিরাঙ্গাতে প্রথম করা হ‌য়ে‌ছে। যারা অর্থনৈতিক সংকটে ঢাকা ও চট্টগ্রাম গি‌য়ে চি‌কিৎসা সেবা নি‌তে পা‌রেনা তারা উপকৃত হ‌য়ে‌ছে। আগামী‌তে এলাকার দ‌রিদ্র মানু‌ষের কথা চিন্তা ক‌রে এ ধর‌নের কর্মসূ‌চি অব্যাহত রাখতে সং‌শ্লিষ্ট‌দের অনু‌রোধ জানান স্থানীয় মো. এনামুল হক।দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্য চাহিদা পুরণের দেশব্যাপী আউটরিচ প্রকল্পের আওতায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-বিএপি হেলথ্কেয়ার ফার্মা‌সি‌উটি‌ ক্যাল লি: এর সহ‌যো‌গিতায় এ ক্যাম্পের আয়োজন করে। 
কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৫,/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit