বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

ভারত থেকে ভেলায় ভেসে এলো চিরকুটসহ মরদেহ..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৬ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

ভারত থেকে কুড়িগ্রামের দুধকুমার নদে ভেলায় ভেসে এসেছে এক শিশুর মরদেহ। সঙ্গে ছিল ছ‌বি সংবলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বরসহ চিরকুট। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদে গারুহারা ঘাটে ভেলাটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, কয়েকটি কলাগাছ দিয়ে তৈরি করা ভেলায় চাঁটাইয়ের ওপর ৬ বছর বয়সী এক‌টি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। মরদেহটি চাদর, মশারি এবং পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। তবে শিশুর মুখ দেখা যায়। সেখানে শিশুটির ছ‌বি সংবলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বর দেওয়া ছিল। উল্লিখিত ঠিকানা হলো- শিশুটির নাম সুমীত দাস, তার পিতার নাম আকুমনি দাস, মায়ের নাম পদ্মা দাস। সেখানে ঠিকানা উল্লেখ করা হয়- ‌ডেকাবঘাট লালবা‌ড়ি, আসাম, ভারত। যাত্রাপুরের গারুহারা এলাকার কলেজশিক্ষার্থী ফারুক খান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কলাগাছের ভেলায় এক‌টি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে আমি সেখা‌নে যাই। পরে লা‌শের স‌ঙ্গে এক‌টি চিরকুট দেখ‌তে পাই। ওই চিরকুট এক‌টি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ‌্যাপ যোগা‌যোগ করলে অপরপ্রান্ত থে‌কে সাড়া পাই। অনকু দাস না‌মে এক ব‌্যক্তি শিশুটির মামা প‌রিচয় দেন।। তি‌নি জানান, গত ১০ জুলাই শিশুটি সাপের কাম‌ড়ে মারা যায়। নতুন করে জীবন ফিরে পাবে এমন আশায় মরদেহটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এসব কথা জানার পর স্থানীয়রা লাশটি আবারও নদীতে ভাসিয়ে দেন। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, কলাগাছের ভেলায় ভেসে আসা শিশুটির খবর শুনেছি। মরদেহটি আবার ভাসিয়ে দেওয়া হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/বিকাল :৪.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit