ডেস্ক নিউজ : দলকে বিপর্যয় থেকে বাঁচানোর পথে ইতিহাস গড়লেন শুভমান গিল। বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ৭০০ রান করা প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে নাম লেখালেন তিনি। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টের পঞ্চম দিনে এই মাইলফলক ছুঁলেন তিনি।
২৫ বছর বয়সী গিল এমন এক অভিজাত তালিকায় নাম লিখিয়েছেন যেখানে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান (দুইবার), স্যার গারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ এবং গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিরা—যারা অধিনায়ক হিসেবে একক টেস্ট সিরিজে ৭০০-এর বেশি রান করেছেন ।
শুধু তাই নয়, গিল এখন গাভাস্কার ও যশস্বী জয়সওয়ালের পর টেস্ট সিরিজে ৭০০ রান ছোঁয়া মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার। ওল্ড ট্রাফোর্ডে ভারতের দ্বিতীয় ইনিংসে অনবদ্য, ধৈর্যশীল ইনিংস খেলার পথে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। দলের চরম সংকটময় মুহূর্তে তিনি ৯০ রানে অপরাজিত আছেন।
এই টেস্ট শুরুর আগে সাত ইনিংসে গিলের রান ছিল ৬১৯। এজবাস্টনে খেলেন ক্যারিয়ারসেরা ২৬৯ রানের ইনিংস ছিল। ৭০০ রানের মাইলফলকে পৌঁছাতে তার দরকার ছিল ৮১ রান, আর বিরাট কোহলির ২০১৪ সালের ইংল্যান্ড সফরের ৬৯২ রানকে ছাড়িয়ে যেতে দরকার ছিল ৭৪ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে ৩১১ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই হারায় দুটি উইকেট। সেই মুহূর্তে ক্রিজে আসেন গিল, যার কাঁধে পড়ে ম্যাচ ও সিরিজ টিকে থাকার দায়িত্ব।
কেএল রাহুলকে সঙ্গে নিয়ে দুই সেশন স্থায়ী দুর্দান্ত এক জুটি গড়েন। শুরুতে চাপে থাকলেও গিল পরে আত্মবিশ্বাস খুঁজে নেন। লিয়াম ডসনের বিপক্ষে বাউন্ডারি মেরে তিনি গতকাল কোহলিকে ছাড়িয়ে যান এবং আজ সকালে বেন স্টোকসের বিপক্ষে দুই রান নিয়ে ছুঁয়ে ফেলেন ৭০০ রানের ঐতিহাসিক মাইলফলক।
এই সিরিজে এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি ইনিংস–১৪৭, ১৬১ ও ২৬৯ খেলেছেন গিল। ওল্ড ট্রাফোর্ডেও সেঞ্চুরির পথে হাঁটছেন তিনি। তবে এই ইনিংসটিই অনেকের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি এসেছে ভয়ংকর চাপের মধ্যে, সিরিজ বাঁচানোর এক কঠিন মুহূর্তে।
ভারতীয়দের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ রানের তালিকায় গিল এখন চতুর্থ স্থানে–শীর্ষে গাভাস্কার (৭৭৪, ১৯৭১), এরপর জয়সওয়াল (৭১১, ২০২৪), কোহলি (৬৯২, ২০১৪)। তবে ভারতের কোনো অধিনায়ক বিদেশে সিরিজে আগে কখনো ৭০০ রান করতে পারেননি—সেই দিক থেকেও এটি রেকর্ডস্মরণীয় অর্জন।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০৫