স্পোর্টস ডেস্ক : চলতি দলবদলেই চেলসি ছাড়ছেন জোয়াও ফেলিক্স। অ্যাতলেটিকো মাদ্রিদের পর বার্সেলোনা, চেলসি, এসি মিলানে নিজেকে প্রমাণে ব্যর্থ পর্তুগিজ তারকার সাবেক ক্লাব বেনফিকায় ফেরাটা যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই দৃশ্যপটে হাজির আল নাসর।
পর্তুগিজ ক্লাবটির পরিকল্পনা প্রায় ভেস্তে দিয়ে চেলসির এই ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর জন্য সৌদি ক্লাবটি এখন চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে। সৌদি প্রো লিগের এই জায়ান্ট এরই মধ্যে ফেলিক্সের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই উভয়পক্ষ চুক্তিতে সম্মত হতে পারে। চলমান দলবদলে ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্লাবকে একজন মানসম্পন্ন ফরোয়ার্ড সাইন করার পরামর্শ দিয়েছিলেন, অবশেষে তার প্রত্যাশিত সহায়তা পেতে যাচ্ছেন।
২০২৪ সালে চেলসিতে স্থায়ী চুক্তিতে যোগ দেন ফেলিক্স। কিন্তু ক্লাবটিতে সময়টা দুঃস্বপ্নের মতো কেটেছে তার। অর্ধেক মৌসুম পরেই তাকে এসি মিলানে ধারে পাঠানো হয়। এই পর্তুগিজকে ছাড়তে চেলসি ৫৪ মিলিয়ন ইউরো চায়, ঠিক সমপরিমান অঙ্কেই তাকে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে দলে ভিড়িয়েছিল ব্লুরা। চেলসিতে ব্রাত্য ফেলিক্সের সাহায্যে এগিয়ে আসে তার শৈশবের ক্লাব বেনফিকা।
তারা যখন প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির শর্ত নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছিল, ঠিক তখনই আল-নাসর হঠাৎ করে দৌড়ে যোগ দিল এবং এখন তারা এই চুক্তি ছিনিয়ে নেওয়ার দ্বারপ্রান্তে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, সৌদি আরবের এই জায়ান্ট ক্লাবটি চেলসির সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে। রোনালদোর ক্লাবটি ফেলিক্সের প্রতিনিধিদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে। আল-নাসর আশাবাদী যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই তারা একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারবে।
এদিকে আরেক সাংবাদিক বেন জ্যাকবস জানিয়েছেন, আল নাসর ফেলিক্সের জন্য প্রায় ৪৬ মিলিয়ন ইউরো (৬৫৮ কোটি টাকারও বেশি) ব্যয় করতে রাজি, যা বেনফিকার প্রস্তাবের চেয়ে বেশি। জানা গেছে, বেনফিকার সভাপতি রুই কস্তা ফেনারবাচের বিপক্ষে ইউসেবিও কাপের ম্যাচের আগেই ফেলিক্সকে দলে ভেড়াতে আগ্রহী ছিলেন, যে ম্যাচটি পর্তুগিজ ক্লাবটি ৩-২ গোলে জয়লাভ করে। কস্তা ব্যক্তিগতভাবে ফেলিক্সের এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা ভেস্তে দিয়ে ফেলিক্সকে হাইজ্যাক করছে আল নাসর।
আল নাসরের সঙ্গে চুক্তিটি যদি সময়মতো সম্পন্ন হয়, তাহলে আগামী বুধবার তুলুজের বিপক্ষে প্রীতি ম্যাচের আগেই ফেলিক্স আল-নাসরে রোনালদোদের সঙ্গে যোগ দিতে পারেন, যা অস্ট্রিয়ার গ্রডিগে অবস্থিত উন্টার্সবার্গ-অ্যারেনায় অনুষ্ঠিত হবে।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:০০