স্পোর্টস ডেস্ক : আজ এক বিবৃতি দিয়ে ইসিবি এই তথ্য জানিয়েছে। ইংলিশ সামার শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে। কিউইদের বিপক্ষে তিন টেস্ট ম্যাচের সিরিজটি লর্ডসে ৪ জুন শুরু হবে, শেষ হবে ২৫ জুন ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে। ১৭ জুন মাঝের টেস্টটি অনুষ্ঠিত হবে কিয়া ওভালে। এরপর ইংল্যান্ডে খেলতে যাবে টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের শিষ্যদের সঙ্গে ৫টি টি-২০ ও ৩টি ওয়ানডে খেলবে তারা। টি-২০ সিরিজ শুরু ১ জুলাই থেকে, ওয়ানডে সিরিজ ১৪ জুলাই থেকে।
এরপর আর অভিজাত ক্রিকেটে ফিরবে ব্রেন্ডন ম্যাককলাম বাহিনী। পাকিস্তানের সঙ্গে তারা খেলবে ৩টি টেস্ট ম্যাচ। যার শুরু হবে ১৯ আগস্ট হেডিংলির ম্যাচ দিয়ে। ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচটি এজবাস্টনে। সবশেষে ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে সব কটি ম্যাচই সাদা বলের। ১৫ সেপ্টেম্বর টি-২০ দিয়ে শুরু হবে সিরিজ। তিনটি টি-২০ শেষে অনুষ্ঠিত হবে সমানসংখ্যক ওয়ানডে ম্যাচ। লঙ্কানদের সফর শেষ হবে ২৭ সেপ্টেম্বর।
ঘরোয়া সূচি ঘোষণা করে ইসিবির প্রধান নির্বাহী অফিসার রিচার্ড গোল্ড বলেছেন, ‘আমি নিশ্চিত যে দর্শকরা বেন স্টোকস ও হ্যারি ব্রুকের দলের খেলা দেখে উত্তেজিত হবে। সাদা বল হোক কিংবা লাল বল, দুই দলই দারুণ বিনোদন দিয়ে থঅকে। এতগুলো ভিন্ন ভিন্ন দেশ প্রতিযোগিতায় আসছে দেখে দারুণ লাগছে। আমরা আরও একটি দারুণ গ্রীষ্ম, বিশাল জনসমাগম এবং দুর্দান্ত ক্রিকেটের প্রত্যাশা করছি।’
ইংল্যান্ড নারী দল আতিথ্য দেবে নিউজিল্যান্ড, ভারত ও আয়ারল্যান্ডকে।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ১০:৩০