স্পোর্টস ডেস্ক : দুর্গম পথ পাড়ি দিয়ে জাতীয় দলে ফিরতে মরিয়া সাকিব আল হাসান। সম্প্রতি বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, সাকিবের জন্য এখনও জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে। তাই জিএসএলকে সাকিব তার ফর্ম প্রমাণের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চাইবেন।
এবারের গ্লোবাল সুপার লিগে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে- দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল স্ট্যাগস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস এবং গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের রংপুর রাইডার্স। টুর্নামেন্টটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। গ্লোবাল সুপার লিগের ম্যাচগুলো বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। বাংলাদেশে দর্শকরা টি-স্পোর্টসের পর্দায় সাকিব আল হাসানের খেলা উপভোগ করতে পারবেন। এছাড়াও, অনলাইন প্ল্যাটফর্ম স্পোর্টসজিফাই অ্যাপে বিনামূল্যে টুর্নামেন্টের সব ম্যাচ দেখা যাবে।
কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/রাত ৮:৫৪