স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লিটন দাসরা। ওই সিরিজের দল আগেই জানিয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে কাদের নিয়ে লড়বে, আজ সোমবার (৭ জুলাই) তা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেলেন তিনি। শানাকার মতোই অপেক্ষা ফুরিয়েছে দিনেশ চান্ডিমালেরও। তিন বছর পর টি-টোয়েন্টি দোলে ফিরেছেন ৩৫ বছর বয়সী ব্যাটার।
এছাড়া, দলে ফিরেছেন বিতর্কিত ক্রিকেটার চামিকা করুনারত্নেও। নিউজিল্যান্ড সিরিজে বাজে ফর্মে থাকা ভানুকা রাজাপাকসে দলে জায়গা পাননি। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন চারিত আসালাঙ্কা।
আগামী ১০ জুলাই ক্যান্ডিতে শুরু হবে দুদলের সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৬ জুলাই কলম্বোতে শেষ ম্যাচ। সবগুলো খেলা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এর আগে, এই সিরিজ সামনে রেখে দল ঘোষণা করে বাংলাদেশ। ছোট ফরম্যাটের সিরিজে বহুদিন পর ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলংকার টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিত ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
কিউএনবি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৯:০০