স্পোর্টস ডেস্ক : শ্রীলংকায় চলতি সফরে গল টেস্টে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর কলম্বোয় খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর বুধবার একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয় টাইগারদের। শ্রীলংকাকে ৪৯.২ ওভারে ২৪৪ রানে গুঁড়িয়ে দিয়ে রান তাড়ায় উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান করে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ।
এরপর লংকান লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গা আর অফ স্পিনার কামিন্দু মেন্ডিসের ঘুর্ণি বলে বিভ্রান্ত হয়ে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়ে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে এত কম রানে এর আগে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারায়নি কোনো দল। আগের রেকর্ড ছিল ৮ রান। শ্রীলংকায় টাইগারদের ব্যাটিং বিপর্যয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, একটা পর্যায়ে তো মনে হচ্ছিল খুব সুন্দরভাবে আমরা রান তাড়া করব।
যখন শান্ত রান আউট হয়ে গেল, তারপর আমার মনে হচ্ছিল এই উইকেট সেট হয়ে আউট হওয়াটা দলের জন্য অনেক বড় অসুবিধা। নতুন ব্যাটসম্যানদের জন্য এখানে সেট হয়ে রান তাড়া করা কঠিন। তবে এই উইকেটে ব্যাটসম্যানদের যে মানসিকতা নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, আমার মনে হয় সেটা নিয়েও কাজ করা উচিত। দলের নিশ্চিত পরাজয় জেনেও ইনিংসের শেষ দিকে লেজের দুই ব্যাটসম্যানকে নিয়ে জাকেরের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ ৩৫.৫ ওভারে ১৬৭ রান তুলতে সক্ষম হয়।
দলের হয়ে ৬১ বলে ৮টি চার আর এক ছক্কার সাহায্যে ৬৩ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৬৪ বলে চারটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরেন জাকের আলী। ৭৭ রানে হেরে যায় বাংলাদেশ। শনিবার কলম্বোর এই মাঠেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কিউএনবি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/ সন্ধ্যা ৭:১৮