স্পোর্টস ডেস্ক : লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (২৮ মে) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ৯টায়। পাকিস্তানের মাটিতে এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তার উপর সংযুক্ত আরব আমিরাতের মতো র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলের কাছে সিরিজ হেরে সেখানে পা রেখেছে লাল সবুজরা। তবুও আত্মবিশ্বাসের কমতি নেই টাইগার অধিনায়কের।
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন দাস বলেছিলেন, ‘সবশেষ সিরিজটা প্রত্যাশানুযায়ী হয়নি। এটা একটা নতুন সিরিজ। নতুন চ্যালেঞ্জ। আমরা জানি, কোথায় ভুল হয়েছিল। আমরা বিশ্বাস করি, আমরা যেকোনো দলকে হারাতে পারি। ভালো ক্রিকেট খেলতে হবে। প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। অতীতে কোথায় ভুল হয়েছে, সেগুলো নিয়ে কাজ করতে চাই।’
মাত্রই পিএসএল শেষ করা পাকিস্তানি ব্যাটসম্যানরা রয়েছেন টি-টোয়েন্টির মুডে। ঠিক এই সময়ে বাংলাদেশ দল সফরে গেছে একাধিক মূল বোলারকে ছাড়া। ইনজুরির কারণে তাসকিন আহমেদ নেই আগে থেকেই। সফর থেকে নাম প্রত্যাহার করেছেন নাহিদ রানা। আবার আইপিএল খেলে ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজুর রহমান। তবুও আশা হারাবেন না, বললেন ক্যাপ্টেন।
লিটন বলেন, ‘আলোচনা-সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো স্বাভাবিক জিনিস। আমাদের সবারই চেষ্টা থাকে যে ভালো ক্রিকেটটা কীভাবে খেলতে পারি। আমরা জানি, আমরা কোথায়, কি ভুল করেছি। ফলাফল সব সময় আপনার দিকে আসবে না। কিন্তু আপনি কেমন ক্রিকেট খেলছেন, সেটা বড় জিনিস। আমরা যদি প্রক্রিয়া মেনে ক্রিকেট খেলি, তাহলে সফলতার হার বেশি থাকবে।’
টি-টোয়েন্টিতে সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৯ দেখায় ৩ জয় আর ১৬ হার বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলী আঘা (অধিনায়ক), হাসান নেওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।
কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /রাত ১০:২৩