 
																
								
                                    
									
                                 
							
							 
                    তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. নাসির উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। নাসির উদ্দিন পাশ^বর্তী লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক আতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুর ১২ ঘটিকার সময় বাড়ির পাশেই এক পুকুরে মাছ ধরতে নামে নাসির উদ্দিন। ওই সময় বিদ্যুৎতের মোটর দিয়ে পুকুরের কিছু পানি সেচের জন্য লাইন দিলে বিদ্যুৎতের তার ছিড়ে পানিতে পড়ে যায়। ওইসময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পরে নাসির। পরবর্তিতে বিদ্যুৎতের লাইন বন্ধ করে স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহানা সুলতানা বলেন, নাসির উদ্দিন কে হাসপাতালে আনার কমপক্ষে ১৫ মিনিট পুর্বেই সে মুত্যুবরণ করেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশ এসে তাদের আইনী কার্যক্রম চলমান রেখেছেন।
কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:১৪