এম রায়হান চৌধুরী চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী রাইসমিল মালিককে দিনদুপুরে অপহরণের দৃশ্য মোবাইলে ধারণ করার সময় অপহরণকারীদের মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন শাহ আলম নামের এক স্থানীয় সংবাদকর্মী।ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ষ্টেশনে।এ ঘটনায় সংবাদকর্মী শাহ আলম বাদী হয়ে ডুলাহাজারা ২ নং ওয়ার্ড পশ্চিম ডুমখালীর সন্ত্রাসী সালাউদ্দিন, নুরুল ইসলাম, হেলাল উদ্দিন, নাছির উদ্দিন, রিয়াজু সহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
সংবাদকর্মী শাহ আলম জানান,ঘটনার সময় তিনি পেশাগত দ্বায়িত্ব পালনকালে স্থানীয় ডাকাত সালাউদ্দিনের নেতৃত্বে সংঙ্গবদ্ব দল হামলা চালিয়ে তাকে আহত করে ক্যামরা,মোবাইল ফোন ও নগদ টাকা চিনিয়ে নেয়।সংবাদকর্মীকে আহত করার ঘটনায় উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে এবং এ ঘটনায় চকরিয়া প্রেসক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের সদস্য রা নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।এ বিষয়ে চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সংবাদকর্মীকে আহত করার ঘটনায় মামলা রুজু হয়েছে,অতিসত্বর আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:২৯