পাকিস্তানের নির্বাচকদের চেয়ে টমেটো বিক্রেতাও দল নির্বাচন ভালো পারবে
Reporter Name
Update Time :
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
৭৯
Time View
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। দলের সেরা খেলোয়াড়রা আইপিএলে যাওয়ায় এই সিরিজে দ্বিতীয় সারির দল নামিয়েছিল নিউজিল্যান্ড। অথচ মোহাম্মদ রিজওয়ানের দল তার সামনেই খাবি খেয়েছে।
এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটার থেকে সমর্থকরা পর্যন্ত। বাসিত আলীর মতো কট্টর সমালোচক স্বাভাবিকভাবেই দিয়েছেন পরিবর্তনের ডাক। সাবেক আম্পায়ার আলিম দার, কোচ আকিব জাভেদ, সাবেক ক্রিকেটার আসাদ শফিক, আজহার আলী এবং হাসান চিমাদের নিয়ে গঠিত নির্বাচক কমিটির দল গঠনে যোগ্যতার অভাব দেখছেন তিনি। তাই তাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ৫০টি ওয়ানডে খেলা বাসিত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে স্পিনার না রাখার সিদ্ধান্তকে নির্বাচকদের বড় ভুল দাবি করে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘নির্বাচক কমিটির পদত্যাগ করা উচিত। তারা জানে না কীভাবে দল গঠন করতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এখন পর্যন্ত তারা শুধু ব্যর্থতাই দেখিয়েছেন। এমনকি টমাটো বিক্রেতাও জিজ্ঞেস করছে, “কেন আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনার নেননি?” আকিবের (ভারপ্রাপ্ত প্রধান কোচ) পদত্যাগ করা উচিত। যদি আপনি চারমাস থাকেন, আপনি যথারীতি বাংলাদেশের কাছেও হারবেন।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। ছবি: সংগৃহীত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের নতুন নির্বাচকরা দল নির্বাচন করে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল। টি-টোয়েন্টি সিরিজের জন্য তারা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ তারকার জায়গায় অপেক্ষাকৃত তরুণদের সুযোগ দিয়েছিল। প্রতিভাবান এই খেলোয়াড়দের নিয়েও অপেক্ষাকৃত অনভিজ্ঞ নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান।
ওয়ানডে সিরিজে বাবর এবং রিজওয়ানকে ফিরিয়েও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি পাকিস্তান। এদিকে বাসিত পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভিকে একটি টি-টেন টুর্নামেন্ট আয়োজনেরও প্রস্তাব দিয়েছেন, ‘পিসিবি চেয়ারম্যানের অবশ্যই টি-টেন টুর্নামেন্ট আয়োজন করা উচিত। বাবর, রিজওয়ান, ইমাম-উল হক, সালমান আগা, তাইয়্যেব তাহির এবং আব্দুল্লাহ শফিকের পাওয়ার হিটিং শেখা দরকার।’