তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার গন্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন দ্বায়িত্বশীল ব্যক্তিদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাওকান্দিয়ার কান্দাপাড়া স্কুল চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সংগঠক রফিকুল ইসলাম আইনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীগণ।এ আয়োজনে দলীয় ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিগণ এতো বড় পরিসরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময়করেন। সেইসাথে দেশ ও জাতির কল্যাণ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৫,/বিকাল ৩:২৩