মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরশহরের কাঁটাবাড়ী এলাকায় দাদন ব্যবসায়ীদের হাতে জিম্মি এলাকাবাসী। গত ২৫/০৩/২০২৫ইং তারিখে দাদন ব্যবসায়ী গোলাম মোস্তফার কণ্যা মোছাঃ মৌসুমি আক্তার সুমি সুজাপুর গ্রামের মৃত তফর উদ্দিনের পূত্র নুরুল ইসলামকে সত্তর হাজার টাকা পাবে মর্মে মোঃ সুমন সরকার এ্যাডভোকেট জজকোর্ট দিনাজপুরের মাধ্যমে উকিল নোটিশের জবাব দেন। জানা গেছে ২০/১১/২০২৪ইং তারিখে নুরুল ইসলাম সত্তর হাজার টাকা কর্য হিসেবে গ্রহণ করেন মৌসুমি আক্তার সুমির নিকট থেকে।
উক্ত টাকা ২০/০২/২০২৫ইং তারিখের মধ্যে পরিশোধ করিয়া দিবেন মর্মে প্রতিপক্ষ নুরুল ইসলাম স্ট্যাপ ও ব্লাঙ্ক চেক প্রদান করেন। কিন্তু তিনি উক্ত টাকা পরিশোধ করার পর স্ট্যাপ ও চেক ফেরত না দিয়ে উকিল নোটিশ করেন। এদিকে খবর নিয়ে জানা যায়, মৌসুমি আক্তার সুমি দীর্ঘদিন ধরে দাদন ব্যবসা করে আসছে। এরই মধ্যে ঐ এলাকার আলতাব হোসেন, মাসুম, মামুন, রাকিব, অরবিন্দুসহ বেশ কয়েকজন জানান, উক্ত ব্যক্তির নিকট টাকা কর্য নিয়ে সুদ দিতে দিতে সর্বশান্ত হয়ে গেছেন। টাকা পরিশোধ হলেও বিভিন্নভাবে মামলা মোকদ্দমা করে হয়রানী করছেন মৌসুমি আক্তার সুমি। এই ঘটনায় এলাকার ভুক্তভোগীরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সু-দৃষ্টি কামণা করেন।
কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০৫