আন্তর্জাতিক ডেস্ক : ২৯ মার্চ (শনিবার) সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন। ফলে দেশটিতে ৩০ মার্চ রোববার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এ বছর দেশটিতে রমজান মাস ২৯ দিনেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে ।
সুপারকো এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ ৩০ মার্চ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা বেশি।
এদিকে, সৌদি আরবের সুপ্রিমকোর্ট শনিবার সন্ধ্যায় দেশজুড়ে শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।
শাওয়ালের চাঁদ দেখা গেলে তা রমজান মাসের সমাপ্তি এবং ঈদুল ফিতরের সূচনার নির্দেশ দেবে।
সৌদি আরবের সর্বোচ্চ আদালত এক বিবৃতিতে জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে।
এ বছর সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছে ১ মার্চ থেকে।
যদি শনিবার চাঁদ দেখা না যায় তাহলে রমজান ৩০ দিনে সম্পন্ন হবে এবং ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
অন্যদিকে, যদি শনিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে ৩০ মার্চ রোববার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।
কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/রাত ৮:৫০