শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

ঈদের অগ্রীম শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা লালন  

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশের শ্রমিক, খেটে খাওয়া মেহনতী ও পেশাজীবি সহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা মো: আলমগীর শেখ লালন। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় তাঁর অফিস কার্যালয়ে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অগ্রীম শুভেচ্ছা জানান। এসময় তিনি ঢাকা-১৯ আসনের শ্রমিক ও খেটে-খাওয়া মেহনতী মানুষের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও তিনি আরও জানান। 

শ্রমিক নেতা আলমগীর শেখ লালন তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদের  আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব সকলের সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমবৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। এই আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।

রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি, তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি। সেই সাথে শিল্প মালিকদের কাছে জোর অনুরোধ করেছি, আপনারা শিল্পাঞ্চলের সকল শ্রমিক ভাই বোনের ঈদ বোনাস ও বেতনসহ সকল ন্যয্য পাওনাদি ঈদের আগেই পরিশোধ করুন। যাতে করে সকল শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন।

শ্রমিক ভাই বোনসহ সকলের উদ্দেশ্যে তিনি বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই ঈদের ছুঁটিতে যারা গ্রামের বাড়ি যাবেন, তারা কেউ তাড়াহুড়ো করবেন না। সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিজ দ্বায়িত্বে বুঝে নিন। পথে অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন ও দূর্ঘটনা এড়াতে সাবধানে  চলাচল করুন।নিরাপদে নির্বিঘ্নে মা-বাবা, পরিবার, পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে আবার নিরাপদে কর্মস্থলে ফিরে আসবেন। মনে রাখবেন একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। 

প্রশাসনের কাছে অনুরোধ করে বলেন, আপনারা শ্রমিক ভাইবোনসহ সকলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকল পদক্ষেপ গ্রহণ করবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন । যাতে করে পথিমধ্যে কেউ ছিনতাই, চাঁদাবাজি এবং মলমপার্টির শিকার হয়ে ক্ষতিগ্রস্ত না হয়, স্বস্তির সাথে সকলে যেন ঈদ আনন্দ উপভোগ করতে পারেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা-১৯ আসনের শ্রমিক ও খেটে-খাওয়া মেহনতী মানুষের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করবো, সকলে আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় সকলকে আবারও জানাই, পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক!

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit