এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সরকারি প্রাথমিক প্রধান ও সহকারী শিক্ষক সমাজের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) উপজেলা শিক্ষকদের আয়োজনে প্রাথমিক শিক্ষক ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব পবিত্র মাহে রমজানের শীর্ষক তাৎপর্য নিয়ে এক আলোচনা সভায় করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার বকশিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়নুর রহমান।
শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তৃতা করেন সহকারী শিক্ষক শামনুর রহমান, স্বরুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাউল ইসলাম, কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরই আলম, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মাহবুব, ঝিনাইকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, স্বরুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান হোসেন, মাসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুর ইসলাম, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/দুপুর ১:০০