এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ ) উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে এ সকল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর শহরের ৩ নম্বর ওযার্ডের জামায়তের আয়োজনে কংশারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতে সভাপতি ইউছুফ আলী মৃধা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জমায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, উপজেলা জমায়াতের সহ-সেক্রেটারী সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমদ, বিশিষ্ট সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দীন, অধ্যক্ষ আলা উদ্দীন, অধ্যাপক রেজাউল করিমের পরিচালনায় বক্তৃতা করেন পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারী ডা: জিল¬ুর রহমান, মাওলানা আব্দুর রহিম ও সুজন রহমান প্রমুখ।
এছাড়াও হাকিমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কোমরপুর ঈদগাহ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্বরুপদাহ ইউনিয়নের বহিলাপোতা ওয়ার্ডের উদ্যোগে বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সিংহঝুলী ইউনিয়ন জামায়াতের আয়োজনে জামালতা জামে মসজিদে মাহফিল অনুষ্ঠিত হয়। এ সকল ইফতার মাহফিলের পূর্বে পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়।
কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/দুপুর ১:০০