স্পোর্টস ডেস্ক : সেসবের ইতি টেনে এবার নিজেই নিজের পরিকল্পনার কথা জানালেন ইউরোপের ক্লাব ফুটবলে খেলা অন্যতম বয়স্ক এ খেলোয়াড়। চলতি মৌসুমে রিয়ালের হয়ে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে মাঠে নামার ও গোল করা ইতিহাস গড়েছেন মদ্রিচ। বয়স ৩৯ পেরোলোও এখনো থামতে চান না তিনি। বরং তার ক্ষুধা যেন আরও বেড়েছে।
‘গোল ডট কম’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মদ্রিচ। যার কারণে রিয়ালের হয়ে আরও এক মৌসুম খেলা চালিয়ে যেতে চান তিনি। প্রয়োজনে বেতন কমাতেও রাজি তিনি।
যদিও সৌদি প্রো লিগ ও যুক্তরাষ্ট্রের লিগ এমএলএস থেকে বড় অঙ্কের প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে সেসব আকর্ষণীয় প্রস্তাবে নজর নেই তার। কারণ ২০২৬ বিশ্বকাপে খেলতে তিনি নিজের ফিটনেস ধরে রাখতে ইউরোপেই থাকতে চান।
ফরাসি সংবাদ মাধ্যম টেলিফুটকে দেয়া সাক্ষাৎকারে মদ্রিচ জানিয়েছে, তিনি অবসর এখনই অবসর নিয়ে চিন্তা করছেন না। তার ইচ্ছে, রিয়াল মাদ্রিদ থেকেই ক্যারিয়ারের ইতি টানার। যেটা তার কাছে স্বপ্ন।
মদ্রিচ বলেন, ‘এখনো (চলতি) মৌসুমের অনেকটা বাকি। আমি সেখানে মনোযোগ দিতে চাই। কারণ এখনো খেলার জন্য অনেকগুলো ম্যাচ বাকি আছে। সিদ্ধান্ত নেয়ার জন্য আমি কোনো তাড়াহুড়া করতে চাই না।’
‘এখন আমি অবসর নিয়ে চিন্তা করছি না। বরাবরের মতোই আমি বলে এসেছি, আমি রিয়াল মাদ্রিদ থেকে অবসর নিতে চাই। যেটা আমার কাছে স্বপ্নের মতো। দেখা যাক কি হয়।’
আপাতত জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় কাটছে মদ্রিচের। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে রোববার (২৩ মার্চ) রাতে ফ্রান্সের মুখোমুখি হবে তার দল। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল তারা।
এদিকে রিয়ালের সঙ্গে চলতি মৌসুম শেষে চুক্তি শেষ হবে মদ্রিচের। সেপ্টেম্বরে ৪০ পূর্ণ হতে যাওয়া এ ফুটবলারকে আর একটি মৌসুম ক্লাব রাখে কি না সেটাই এখন দেখার অপেক্ষা।
কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:২৪